সময়ের সংলাপঃ-
ঈদের খুশি বয়ে আনুক
বিশ্বে শান্তির বাণী,
আল্লাহ সর্ব শক্তিমান
খাস দিলে মানি।
ঈদ আনন্দ বিলিয়ে দিতে
ভুলে যাই রাগ জেদ,
ধনী গরীব বৈষম্যহীন
ভুলি সকল ভেদাভেদ।
বিগত দিনে প্রতিটি ক্ষনে
করেছি অজস্র পাপ,
ঈদুল ফিতরে খাছ করে প্রভু বান্দাদের করো মাফ।
অনুতপ্ত-অনুশোচনায়,
পূণ্যে জীবন গড়ি,
ঈদ আনন্দ সবার মাঝে
একত্রে ভাগ করি।
ঈদুল ফিতরে আদায় করি
গরীব দুঃখীর হক,
মুসলিম উম্মাহ সবার তরে
ঈদ মুবারক।