সময়ের সংলাপঃ
তোকে দেখার সাধ নেই
পুরোনো পঞ্জিকার মূল্য নেই যেমন
তুই ও আজ তেমন ।
ফিরে আসে কখনো শূন্য ঘরে স্মৃতি
অতীত মনে করে দেই দুরদুর করে তারি।
বিশ্বাসের ঘর ভাঙ্গে যারা।
তার অস্তিত্ব রাখতে নেই
করতে নেই আর সেবা।
বিশ্বাস আর নিঃশ্বাস এক সূত্রে গাঁতা
হারালে বিশ্বাস মৃত্যুর তালিকায় ওর
নামটা থাকে রাখা।
প্রেম প্রীতি ভালোবাসা
যা থাকে অন্তরে
দমকা হাওয়ার মতো যায় তা উড়ে
আর ফিরতে পারে না হৃদয়ের নীড়ে।
হোক তা বন্ধু বান্ধব কিংবা স্বজন
ভালোবাসার অপর নাম ঘৃণা
বিশ্বাস হারালে এটাই তাকে মনে।