সময়ের সংলাপঃ-
তোমার কাছে চেয়েছিলাম খুব সামান্যই
মাত্র একটি কবিতা..
তা দিতেও এত ভীত হলে??
আমি তো চাইনি কোনো
দুর্বোধ্য শব্দ বা অক্ষরের মিলন
যা তোমার মধ্যে দ্বিধার জন্ম দিবে
অথবা যার বৈধতা নিয়ে তুমি শংকিত!
হয়ত তোমার প্রতিদিনের বলা
হাজার হাজার বাক্যের ভিড়ে
খুব ছোট্ট একটি শব্দ চেয়েছিলাম
হয়ত সেটাই ছিলো কবিতা
বারান্দার কোনে ছোট্ট টবে যে
একটি মাত্র ফুল ফুটেছে
তার সুগন্ধ. সৌন্দর্য কি একটি কবিতা নয়??
তোমার সার্টের বোতাম ঘর যে সুতো
এফোঁড়-ওফোঁড় দিয়ে আটকে রাখে?
অথবা, পড়ার টেবিলে এলোমেলো বই এর
ভাঁজে রাখা বাজারের ফর্দ..
তাও কি কবিতা নয়?
সারাদিনের ক্লান্তি শেষে তোমার ঠোঁটে আঁকা
একফালি প্রশান্তির হাসি..
সেও তো আমার জন্য কবিতাই..
বড্ড বেশি কঠিণ করে দেখ সব কিছু
তাই তো কবিতারা
তোমার ধরাছোঁয়ার বাইরে আজ
ভালোবাসতে জানি.. তাই তো তরঙ্গে পাঠানো বার্তারা
আমার অনুভূতি কে স্পর্শ করে
এক একটি না লিখা কবিতা হয়ে ধরা দেয়...
সেটাই না হয় ভেবে নিব,
তোমার পাঠানো
আমার জন্য কবিতা.
PC: আমার প্রিয় বন্ধু ফারজানা 💙💙
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।