জিন্দা থেকে মুর্দা হবে
সঙ্গী বিহীন পড়ে রবে
কঠিন পথ সহজ করতে
চটজলদি ভাব তবে।
নাম নিশানা মুছে যাবে
বলবে সবাই লাশ
ভয়ংকর সেই কবর ঘরে
করতে হবে বাস।
একদিন ঠিকই থমকে যাবে
সময় ঘড়ির কাঁটা,
জীবন নদীতে বন্ধ হবে
নিত্য জোয়ার ভাটা।
কখন কোথায় ডাক পরিবে
আসিবে জরুরি সমন,
অন্তহীন সে কঠিন পথে
একাই করিবে গমন।
কর্মফলে মুক্তি হবে
নইলে মুছিবত,
আর্তনাদ হবে সঙ্গী শুধু
ভয়ংকর অনবদ্য পথ।