সময়ের সংলাপঃ-
ও আমার পরাণের কালটি স্বপ্নচারিণী!
তোমাকে ভালোবেসে দুঃখ পেয়ে
অবশেষে,
তোমার বিরহে যদি কবি হয়ে উঠি,
তুমি জেনে নিও,
তোমার প্রেমের মহত্ত্ব কি গুণ?
মনের ক্যানভাসে পূর্ণতা পেতে চায়
ভালোবাসার স্পর্শে,
কিন্তু তোমার শূন্যতায় হৃদয়ে শত বিরহ।
তাই লিখে যাই তোমার নামে কত বেদনার চিঠি,
তুমি পৃথিবীর বুকে খুব সাধারণ,কিন্তু
আমার কাছে তুমি অনন্য কবিতা!
আর আমি তোমার রাজ্যের সিংহাসনে,
তোমার প্রাইভেট সেক্রেটারি।