সময়ের সংলাপঃ
দিকে দিকে বিস্তৃত জনপদ
কত কথায় কলতান জীবন ,
খুঁজে ফিরি অজানা নীলিমা
সুখ-সুখ যেখানে রয় মহিমা ।
আত্মশুদ্ধির মন্ত্রনা জুড়ে
কত যে গড়মিল হয়েছে !
কেউবা দেখো অসাধু হয়েও
সেজেছে গেরুয়া পোশাকে ।
সাজিলেই কি সাধু হয় কভুও
যেখানে না শুদ্ধ চিত্ত রয়েছে !
যত সকল নকল বেচাকেনায়
গরম পরেছে ঐ সং বাজারে ।
ভং ধরেছে কাছে টেনে নিতে
নিজেই আদার ব্যাপারী হয়ে ,
ভিন্নধর্মী গুজবের তামিল হয়
যার যেমন মন-বাঞ্চা সাধিতে ।
রতনে রতন একই পন্থা অনুসরণে
একাত্বের সেই মহিমান্বিত হয়েছে ,
দু-এক খানা উপদেশ বাক্য আলাপে
তবুও ভিন্নতা কথার ছলাকলাতে ।
নিজেকে নিজেই সেরা বানাতে
বারংবার স্বাচ্ছন্দ্য ফিরিয়ে নিতে ,
এতে যদি মনে কেউ তৃপ্তি পায়
তথাপিও তার নিজ অন্তর জানে !
মুখে কতো মধুময় স্পর্শ কাতরতা
ইনিয়ে-বিনিয়ে ঝর তোলেছে মনে ,
তাহার এমন হয় অদ্ভুত কার্য সকল
সম্মুখ তা নয় অন্তরালে কথা বলে ।
দেখেছ যাহা শিক্ষনীয় রয় সকলে
মিছে এতো অপেক্ষায় কিসে তরে ,
সম্মুখ পেতে মন বিস্তার করে দাও
যেমনটা শিক্ষা প্রতিফলিত হয়েছে ।
অন্তমিলন হয়েছে দুনিয়া জুড়ে
প্রভু ভক্তে অনড় রয় সমনজারি ,
জুরি মেলে না কোথাও কারো সঙ্গে ,
যেখানে মানুষ সকলেই স্বার্থন্বেষী ।
সময় দুদিন আগেই নয়তো পরে
ধর্ম দ্বারা কর্মের হিসাব মিলাবে ,
প্রাপ্তির সমন জারি হয়েছে যার
দর্পণে যাহা নিজের অন্তর জানে
মোঃ শফিকুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
দৈনিক সময়ের সংলাপ
মোবাইল নং -০১৭৬৪৮০৯৬৫৯
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।