সময়ের সংলাপঃ
“তার বিষন্নতায় মেঘ ছেয়ে যায় আমার মন-জমিনে।
“অভিমানে ভরা ধূলিঝড় ওঠে নিদারুণ আনমনে।
“বেদনার গন্ধে ভরেছে হৃদয় দীর্ঘশ্বাসে মুক্তি।
“কাঠগড়ায় দাঁড়িয়ে আছে
অবহেলার যুক্তি।
“ছন্নছাড়া যাতনা এঁকেছে
দূরত্বেরই দাগ।
“আমিও পুড়েছি শেষ দাবানলে ভষ্মে অনুরাগ।
“জমতে থাকা বিষাদের ক্ষত,
অলিখিত চুক্তিপত্র।
“আফসোস করেই আলোয় হোক অহমিকার সর্বত্র।
“বইয়ের পাতায় পাপড়ি গুলো প্রেমহীন দুঃখ বোঝে।
“জমছে ধুলো ক্যালেন্ডারে,
দিন যাপনের পথটি খুঁজে।
“অঝোর ধারায় বৃষ্টি নামুক যখন আমার দু’চোখ কাঁদে।
“গলুক না হয় ব্যাথার পাহাড় পাঁজর ভাঙার আর্তনাদে।
“বৃষ্টিভেজা আমার শহর আর
সৃষ্টিছাড়া মন।
“লাগামছেড়া ইচ্ছে গুলো
করছে আলাপণ।
“খুঁজছে তোমার আলতো পরশ
নিভৃতে অগোচরে।
“জানবেনা আরো ইচ্ছে কতই
জমছে হৃদয় ঘরে।
–