সময়ের সংলাপঃ-
হৃদ মাঝে খুঁজি যারে
আমি তারে পাবার আশে।
ডাকি তারে জপি মালা
দু’টি হাত তুলে।
খুঁজিতেছি কোথা তুমি
কোথায় ঐ কুঞ্জ বন।
তুমি নেই ফিরে এসেছি
এই মানবের মাঝে।
তুমি আছো কোথা জানি
খুঁজিয়া পেয়েছি আমি।
তুমি আছো এই ভুবনে
মানবের মাঝে।
জীব প্রেম সে -বিনু
তোমার লাগি ঈশ্বর।
অভাগারে ঠাঁই দিও
তোমার চরণ তলে।