কবিতার লেখক মো: আবু হোসেন ঢালী।
আয় ছুটে আয় মৎস্য চাষি
জ্বলদি করে আয়,
দক্ষিনবঙ্গে কে এলো দেখ্
মৎস্যা সুরক্ষায়।
মৎস্যা খাতে ফুল ফোটাতে
মহা উদ্যোগ যার,
তিনিই মোদের কালিগন্জের
মৎস্য অফিসার।
প্রশিক্ষণে বুঝিয়ে দিচ্ছেন
উত্তম চাষ-
সেই কারনেই পাচ্ছে চাষি
নিরাপদ মাছ।
দেশ সেরা অভিজ্ঞতায়
অজস্র শ্রমে,
উত্তম চাষে চাষিদের কে
আনছে ক্রমে ক্রমে।
উনার আগে কে নিয়েছে
এমনই উদ্যোগ?
উনিই দেশের ভেটকি চাষের
প্রথম গবেষক!
ইউটিউবে বিডি এ্যকোয়া কালচার
উনারই পেজ খোলা
প্রশ্ন -উত্তর -তথ্য প্রদান
চাষির সার্থে বলা।
সীমাবদ্ধ নয়তো নিজ
উপজেলার তরে-
উনার কথা মাছে ভরুক
দেশের প্রতি ঘরে।
হৃদয় থেকে তাইতো স্যালুট
করছি আমি যার-
শ্রদ্ধাভাজন নাজমুল হুদা
মৎস্য অফিসার।।
Comments are closed.
Very good.