সময়ের সংলাপঃ-
মেয়ের জন্য চাই পাত্র
হতে হবে অফিসার , দিবো না যৌথ পারিবার
একক পরিবার চাই।
থাকবে না ভাই – বোন স্বজন
মেয়ে কে করবো তার হাতে বরণ।
মেয়ে আমার , জামাই পর, মেয়ে দিয়ে জামাই কে করবো আপন।
ছেলে দিয়ে আনবো বউ
রাত দিন করবে যতন,ভাই – বোন আত্মীয় স্বজন হাসি মুখে করবে বরণ।
মুখ তুলে কথা বল্লে, যাবে বাপের বাড়ি
ছেলে আমার দিবনা, যেতে শ্বশুর বাড়ি।
আমার ছেলেকে, কে করবে আপন এমন সাধ্যি,
আছে নাকি কোন বাপের বেটার।
মেয়ে এলে বাপের বাড়ি, থাকবে বসে কাটে
বউ, ঝি এর কাজে ব্যস্ত থাকবে অবিরত।
মেয়ে যখন যাবে শ্বশুর বাড়ি, আমার মেয়ে রাজরানী ধরতে পারবে না পানি , আসবে চাকর বাকর, মেয়ে আমার সুখী বলবে স্বজন।
মানুষের মনে জাগ্রত হচ্ছে পশু সত্তার
তাই তো যৌথ পরিবার ভেঙে আজ একাকার।
,