আমি বড্ড ক্লান্ত
অনেক চাওয়া-পাওয়া
নিজের জন্য নয়
দেশের মানুষের জন্য
দেশের জন্য
অনেক দ্রোহ
অনেক ক্ষোভ
জমে আছে হৃদয় মাঝে
দেশকে ভালোবাসতে গিয়ে
অনেকের চাওয়া-পাওয়ার সাথে
নিজের চাওয়া-পাওয়া যখন মিলে যায়
তখন কিছু হবে বলে আশায় বুক বাঁধি
কিন্তু সে তো এক ছলনা
তাদের চাওয়া আর আমার চাওয়া
রাত-দিন ফারাক
তাদের চাওয়া সমষ্টিকে
ব্যক্তি স্বার্থে ব্যবহার করা
আর আমার চাওয়া সমষ্টির স্বার্থে
নিজেকে বিলিয়ে দেওয়া
ফলাফল মিলাতে যেয়ে
কখনো ফল মেলে না
স্বার্থ আর নিঃস্বার্থের দ্বন্দ্ব
নিঃস্বার্থ মানুষগুলোর
হৃদয়ের রক্তক্ষরণ
বোঝার তো কেউ নেই
নিঃস্বার্থভাবে চাওয়ার মানসিকতায়
ব্যথিত হৃদয় বারবার ডুকরে কেঁদে উঠে
প্রিয় স্বদেশ তোমায় নিঃস্বার্থভাবে ভালোবাসি
কিন্তু ভালোবাসার প্রকৃষ্ট উদাহরণ দেখাতে
আমি কি সফল?