খন্দকার মোঃ জসীম উদ্দীন, নিজস্ব প্রতিনিধিঃ
রক্ত-আত্মীয়গুলো
একে একে বিদায় নিচ্ছে
কেউ বয়সে ছোট
কেউ সামান্য বড়
জীবন-বেঁচে থাকা
রুটি-রুজি
কর্মব্যস্ত দৈনন্দিন
কারো সাথে দেখা নেই
দীর্ঘদিন
হঠাৎ খবর আসে
ওমুক হারিয়ে গেছে
তমুক হারিয়ে যাওয়ার পথে
হৃদয়ের ভেতর
চিনচিন করে ওঠে
কারো কাছে দেখার আকুতি
না দেখার ব্যথায়
আমৃত্যু বেদনাহত হয়ে থাকা।