সময়ের সংলাপঃ-
মন রাজ্য
এ রাজ্য আমার ।
তাই এ রাজত্ব ও আমার।
এখানে আমিই রাজা, আমিই রাণী , আমিই প্রজা।
আমার রাজ্যে এ আমি যা ইচ্ছে যা খুশি তাই করতে পারি।
আমাকে বাধা দেওয়ার কেউ নেই।
এখানে আমার মন ,আমি খারাপ করি।
আবার নানা রকম ভাবে মনকে বুঝিয়ে একলা একলাই সারিয়ে তুলি।
কখনও হাসি আবার কখনও বা কান্নি করি।
সেই কান্নার আওয়াজ কেউ পায় না।
কি সুন্দর খেলা চলে এখানে।
সব খেলা আমি একাই খেলি।
কখনও হারি কখন ও বা জিতি।
দিন শেষে এটা ভেবেই ভালো লাগে যে, আমার এই মানবী দেহের উপর কারো অধিকার থাকলেও ভাগ্যিস আমার মনের উপর কারো অধিকার নেই।
আমি নই, আমার মন ।কখনো বা আনন্দে মেতে ওঠে।
প্রেমের জোয়ারে ভেসে যায়।
মনে খুশির রং লাগে।
মন হয়ে ওঠে চঞ্চল।
ঠিক সেখান থেকে নিজেকে সামলিয়ে নিয়ে সংসারের অতল গর্ভে ডুবে যায়।
মনটাকে কখনো বা ভাঙ্গি কখনো বা গড়ি।
এভাবেই মনের রাজ্যে মনের খেলা চলতে থাকে অবিরাম। ।
""প্রিয়া""
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।