সময়ের সংলাপঃ-
অদ্ভুত সকল আহাজারি ,
সে মিথ্যা সুখের আঁশে ___
দর্শনে কি প্রাপ্তি মেলে ,
মরীচিকার মায়ার তরে !
পথ চলায় ক্লান্ত পথিক ,
মরুভূমির ধূ-ধূ বালু চরে ___
উত্তপ্ত রোদে তৃষ্ণায় কাতর ,
পথিক রয় হা-হুতাশনে ।
নেইকো যেথা কোথাও ছায়া ,
অরুণ তাপে তীব্র প্রখরতা ___
চোখ ফেরালেই সর্বভুক মেলে ,
পায়ে-পায়ে দায় এগিয়ে চলা ।
এই বুঝি জলের অববাহিকা !
বাষ্পীয় উড়ছে আকাশ পানে ___
পথ ছুটে চলে সে দেখায় ,
নিদারুন ঐ পিপাসু মনে ।
পায় না কভু ও জল হেথা ,
তবুও মনে হয় বারংবার ___
একটু এগুলেই পাবো দেখা ,
অদ্ভুত সে মায়া মরীচিকার ।
ক্ষুধা তৃষ্ণায় হয়ে আত্মহারা ,
সইতে অবিরাম বিষাদ জ্বালা __
বাহন চলে না সমান তালে ,
পথ পরিক্রমা ক্রমশ যায় থেমে ।
কখনও বা উঠে ধূলি-ঝড় ,
ঢেকে যায় সকল বালুর নিচে ___
টিকে থাকা মুশকিল আহসান ,
ঐ ধূলি-ঝড়ের কবলে পড়ে ।
কতটা অসহায় জানে সে জন ,
যেখানে করার কিছুই নাহি থাকে ___
দীর্ঘ নিঃশ্বাসে ডাকে হে ঈশ্বর ,
ব্যাকুল প্রাণে সাহায্য চেয়ে ।
হয়তো পথিক গন্তব্য পৌঁছে ,
ভুলে যায় শুকরিয়া আদায়ে ___
সময় কেটে যায় রঙ্গ রসে ,
বিপদে সকল ঈশ্বর স্মরণে ।
কত রূপে ছলাকলা প্রদর্শন ,
ধোঁয়াশায় সকল যায় ঢেকে ___
ঈশ্বর ভিন্ন কেউ নয় আপন ,
অজানা নয়তো কারো কাছে ।
আসল কাজে ফাঁকি সবার ,
সংসারেতে হয়ে মশগুল ___
মিথ্যা কিছু চাওয়া পাওয়ায় ,
জীবন যেথা মস্ত বড় ভুল ।
সময় পেরিয়ে যায় ক্রমান্বয়ে ,
জীবন লীলা সাঙ্গ হতে ___
বুঝতে রয় না বাকি আর ,
জীবন যেথা মরীচিকা চক্রে ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।