সময়ের সংলাপঃ
বেজার মুখ, খুৃ্ঁজেনা সুখ
সুখের বাগানে নেই সুখ
আছে যত বিদ্ব্যান লোক
পদে পদে পায়না সুখ।
না বুঝিল মানুষ মুখ
মিষ্টি কথায় মরে সর্বলোক
মারামারি কাটাকাটি ফ্যাসাদে পরে ভালো লোক,
তবু একটু ভালো থাকার আশায় ঢাকা দেয় মুখ।
না বুঝে দেয় কুপ
বিচার আচার নেই এখন
সবাই যেন পন্ডিতলোক
বেজার মুখ দেয় না সুখ
আড়াল থেকে বলে মিষ্টি মুখ।