সময়ের সংলাপঃ
দিনে রাতের হিমেল হাওয়া নিরেট প্রতিশোধ
হেলান দেয়া বিলের জলে হিম মাখানো রোদ;
পৌষ আঁকানো খেজুর গাছের, মিনস্ েপাড়ে রস
মাঘের মতো কনকনে শীত, কেউ কি মানায় বস্
কেমন করে শীত নামে আর, হিমেল হাওয়া বয়?
পাড়া গাঁয়ের শীতের ছবি, আঁকতে হবে নিশ্চয়?
শীতের বিকেল সর্ষের ক্ষেতে, হলুদ রাঙা মাঠ
আদর পেতে রোদের বাড়ি, কে নিতে চায় পাঠ?
হিমেল হাওয়া দোল খেয়ে যায়, অন্তরে ঘা মারে
কোন ইশারায় কী বলে যায়, শুধাই আমি কারে?
কার চোখেতে কি লেখা আর, কি লেখা যে ভালে
খেজুর রসের গুড়ের মতো রোদ পড়ে কার গালে?
কড়া রোদেও বসে থেকে, আটকে রাখি চোখ
তাকিয়ে থাকি, থাকব চেয়ে–শাস্তি যা হয় হোক।
রোদ মাখানো আদর আমার, খুব প্রয়োজন আছে
শীতের রঙে যুগ পেরিয়ে, দোয়েল নাচে গাছে।