সময়ের সংলাপঃ-
লেগেছে আগুন লেগেছে বঙ্গবাজারে
কত মানুষের চিৎকার কত মানুষের সমাগম।
কেউ কেঁদেছে কেউ আফসোস করেছে বঙ্গ বাজারে,
লেগেছে আগুন লেগেছে বঙ্গবাজারে।
কত বীর সৈনিক অক্লান্ত পরিশ্রম করেছে দিন ভর..
কত সাংবাদিক দেখিয়েছে টেলিভিশনে সার দিন ভর।
লেগেছে আগুন লেগেছে বঙ্গবাজারে
এক নিমিষেই সব স্বপ্ন শেষ হয়ে গেল হাজারো পূর্ণ মানুষের।
চলে গেল কোটি কোটি টাকার বস্ত্র,
লেগেছে আগুন লেগেছে বঙ্গবাজারে।
দেখে আফসোস করেছে দেশ বিদেশের মানুষ।