সময়ের সংলাপ ঃ
কচিকাঁচা শিশু আছে
বাংলাদেশে যারা,
অন্ধকারে আলোর দিশারী
চন্দ্র সূর্য তারা।
ওরা দেশের কর্ণধার
জাতির ভবিষ্যৎ,
পাখ-পাখালি বনের কুসুম
শিউলি ফোটা ভোরের শরৎ
ওদের মাঝে লুকিয়ে আছে
জ্ঞানীগুনী ব্যক্তি মহৎ।
ওরা মোদের সোনামণি,
ওরা দেশের সোনার খনি।
ওরা দেশের ফুল বাগিচা
নানা ফুলের সমাবেশ,
সুবাসিত করে তোলে
মনের মত পরিবেশ।
শিশু মোদের গানের সুর
নদীর কলতান,
শিশুর মুখের হাসি দেখে
জুড়ায় মায়ের প্রাণ।
শিশু দেশের অক্সিজেন
বৃক্ষরাজির কোমর লতা,
ওরা মোদের মাঠের ফসল
ধানক্ষেতের সবুজ পাতা।
এই শিশুদের রাখতে খেয়াল
করতে হবে দায়িত্ব বহাল,
বড় হয়ে ওরা যেন
ধরতে পারে দেশের হাল।