নববর্ষ মানে পহেলা বৈশাখ
বারো মাসের কর্তা,
আগমনী দিন গুলি সমৃদ্ধ হোক
নিয়ে আসো নববার্তা।
এসো বৈশাখ সরোবরে
কুমারের নকশী হাঁড়িতে,
এসো বৈশাখ চঞ্চল বালিকার
রঙ্গিন শাড়িতে।
এসো হে বৈশাখ নবীন প্রবীণ
করবো বর্ষবরণ,
বাংলা নববর্ষ বাঙালি জাতির
এক উজ্জ্বল সমীকরণ।
পান্তা ভাতে ইলিশ মাছে
কাঁচা মরিচ পাটশাক,
বাঙালির ইতিহাস ঐতিহ্য
পহেলা বৈশাখ।
পহেলা বৈশাখে বসে
গ্ৰাম গঞ্জে মেলা,
নাগরদোলা বেলুন ফুলা
রং বেরঙের খেলা।
অন্তরগুলি বিকশিত হউক
মুছে যাক যত কালো
এসো হে বৈশাখ নতুন সাজে
দেখাও আশার আলো।
বিদায়ী বর্ষে নিপাত যাক
হিংসা গ্লানি বিদ্বেষ,
নববর্ষে শান্তিময় হোক
আগামীর বাংলাদেশ।
শুভ নববর্ষের শুভেচ্ছা রইল
প্রিয় বন্ধুগন,
সকলের জন্য শুভকামনা
আগামীর প্রতিটি ক্ষন।।