এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে বোয়ালখালী কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটের পন্টন থেকে কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়া নিখোঁজ যুবক জনি মুখার্জীর (৪০) গলিত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।নিখোঁজের ১০ দিন পর বুধবার (১০ জুলাই) রাত ৯টার দিকে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জনির বোন-জামাই রিটন চক্রবর্তী। তিনি বলেন, জনির পরিহিত শার্ট ও প্যান্ট দেখে শনাক্ত করা হয়েছে। মরদেহ পচে গলে গেছে। সদরঘাট নৌ থানার পুলিশ মরদেহ উদ্ধারের কথা জানালে পরিবারের সদস্যরা গিয়ে জনিকে শনাক্ত করেছেন। জনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার রাধামাধব আখড়ার মৃত মুকুন্দ মুখার্জীর ছেলে।গত ৩০ জুন দুপুর দেড়টার দিকে জনি অভিমান করে ঘর থেকে বের হয়ে কালুঘাট ফেরিঘাট থেকে নদীতে লাফিয়ে পড়েন। জনি বাড়ি না ফেরায় গত ১ জুলাই তার স্ত্রী মুক্তা ভট্টাচার্য্য পাঁচলাইশ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে ফেরিঘাটের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে জনি নদীতে লাফিয়ে পড়ার বিষয়ে নিশ্চিত হন স্বজনরা। জনির খোঁজে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কর্ণফুলী নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে। শারীরিক প্রতিবন্ধি জনি দোকানে পান সিগারেট বিক্রি করে সংসার চালাতেন। তার তিন মেয়ে রয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।