আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
মহান মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দীন এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা, দোয়ানুষ্ঠান ও ইফতার মাহফিলে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, দৈনিক পত্রদূত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, আওয়ামী লীগ নেতা কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টু। অনুষ্ঠানে সৌদি আরব থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তালা- কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি দোয়ানুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে প্রয়াত কমান্ডার মোসলেম উদ্দীনের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, রবিউল হাসান, বেনজির হোসেন হেলাল, আফজাল হোসেন হাবিল, সাবেক চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, মনিরুল ইসলাম মনি, শেখ ইমরান হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা গাজী রবিউল ইসলাম, আজিজুর রহমান, সহিদুল ইসলাম,
আশিকুজ্জামান মুন্না, মফিজুল ইসলাম লাভলু, পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রকীব, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, গার্লস পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমএ সাজেদ, এশিয়ান টিভির জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।
স্বরণ সভা দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলে উপস্থিত বক্তরা বলেন তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মুক্ত চিন্তার মানুষ। তিনি এ চেতনা ছড়িয়ে গেছেন প্রজন্ম থেকে প্রজন্মে। মহান মুক্তিযুদ্ধের এই গেরিলা কমান্ডার ভালোবাসতেন এ দেশকে, এদেশের মানুষকে। তিনি শিখিয়েছেন-কীভাবে অধিকার আদায়ের সংগ্রামে সংগঠিত হতে হয়। মহান মুক্তিযুদ্ধে তাঁর অপরিসীম বীরত্বগাঁথার কথা মানুষ কখনো ভুলবে না। শ্রদ্ধা ও ভালোবাসায় চিরকাল স্মরণ করবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাছুম ও শহীদ আলি। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান ফারুকী।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।