মোঃ নাজির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এবার নির্বাচনে জন্য প্রস্তুত কলারোয়া উপজেলা। নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছেন রমজান ও ঈদের পরে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সম্ভাব্য প্রার্থীরা কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ,প্রার্থীতা জানান দিয়ে প্রচার প্রচারনা ব্যাস্ত সময় পার করেছেন।এবারের কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২ জনের কথা শোনা যাচ্ছে।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, এস এম আলতাফ হোসেন লাল্টু অস্ট্রেলিয়া প্রবাসী সিডনী’র (আওয়ামীলীগ)সিনিয়র সহ-সভাপতি এবং তিনি কলারোয়া উপজেলার ৫ নং কেড়াগাছি ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা।সাজেদুর রহমান খান চৌধুরী মজনু,সাবেক কলারোয়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এবং বর্তমান সাতক্ষীরা জেলা সদস্য,এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য।
ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন – মুক্তিযুদ্ধা সন্তান পরিষদের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লাভলু,কলারোয়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না,সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাবেক কয়লা ইউনিয়নের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী যুবলীগের সদস্য শেখ ইমরান হোসেন,সাবেক ছাত্রীলীগ নেতা ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক,কলারোয়া মৎস্যজিবী লীগের সভাপতি হাসানুজ্জামান সবুজ, সাবেক পৌর ছাত্রলীগের আহ্বায়ক
শেখ আবু বকর সিদ্দিক জনি।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন সেলিনা আনোয়ার ময়না,রাজিয়া সুলতানা দুলালী নির্বাচন করছেন।
কলারোয়া সাতক্ষীরা আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাদের নিয়ে শহর- বন্দর,গ্রাম-গঞ্জ,হাট-বাজার চায়ের দোকানে সবার মুখে আলোচনা চলছে।চলছে চুলচেরা বিশ্লেষন। ইতি মধ্যে মাঠ চষে বেড়াচ্ছে প্রা্থীরা।সাধারণ ভোটারা বলছেন এবার নির্বাচনে জয় লাভ সহজ হবে না ভোট প্রতিযোগিতা হবে বাঘ সিংহের মত।
এদিকে এস এম আলতাফ হোসেন লাল্টু দেশে আসার আগেই কলারোয়া উপজেলা মানুষের হৃদয়ে যায়গা করে নিয়েছেন তিনি।তার সামর্ দিয়ে বিভিন্ন হাট,বাজার চায়ের দোকানে দোয়া চাচ্ছে তার প্রিয় নেতা জন্য। এ বিষয়ে সামর্থীত নেতারা বলছেন দেশ প্রেম ও মানবিক নেতা আলতাফ হোসেন লাল্টু তিনি এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন শুনে আমরা আর ঘর থাকতে পারলাম না তিনি দেশে কি বিদেশে তার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি।দল মত নির্বিশেষে তিনি সবার কাছে মানবিক নেতা। তারা আরও বলেন এস এম আলতাফ হোসেন লাল্টু নির্বাচিত হলে অবহেলিত কলারোয়া উপজেলা জনপদের উন্নয়ন হবে।দল মতের মানুষের হৃদয়ে যায়গা করে নিয়েছেন বলে মনে করেন নেতারা।
অন্য দিকে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মফিজুল ইসলাম লাভলু জনসংযোগ করছেন মফিজুল ইসলাম লাভলু সাংবাদিকদের জানিয়েছেন অসহায়, দরিদ্র মানুষের জন্য কিছু করতে নির্বাচনে আসা এখন পর্যন্ত সাধারণ ভোটারদের ভালোবাসা পাচ্ছেন বলে জানান। মফিজুল ইসলাম লাভলু সম্পর্কে সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা বলেন তিনি মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান। তিনি মানুষের বিপদের সময় পাশে থাকে। তার মত নেতা উপজোলয় আসলে মানুষের যেকোনো কাজে হয়রানি কম হবে বলে মনে করে সাধারণ ভোটারা।
অন্য ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আশিকুর রহমান মুন্না বলেন, আমি সাধারণ মানুষের সাথে কাজ করতে চাই।তিনি বিভিন্ন হাট বাজারে নির্বাচনের প্রচার প্রচারনা করে যাচ্ছেন।
হাসানুজ্জামান সবুজ বলেন, আমি গরীব মানুষের জন্য কিছু করতে চাই তাই এই পদে নির্বাচন করছি। আমি গরীব মানুষ তাই মানুষ আমাকে ভোট দিবে বলে মনে করেন।
তবে চেয়ারম্যান পদে দুই প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রা্র্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রা্র্থীদের বক্তব্য দিতে চাইনি।
সরজমিনে বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গিয়েছে কলারোয়া উপজেলায় নির্বাচন উপলক্ষে এক রামরাম পরিবেশ সৃষ্টি হয়েছে।মানুষ তার প্রা্র্থীদের পক্ষে প্রচার প্রচারনা শুরু করেছে। এত মধ্যে বিভিন্ন গ্রাম, বাজার রাস্তা পাশে বা রাস্তার উপরে শোভা পাচ্ছে পোস্টার, ব্যানার।জয়ের দিকে এগিয়ে আসেন চেয়ারম্যান পদে আস্ট্রেলিয়া প্রবাসী এস এম আলতাফ হোসেন লাল্টু তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
ভাইস চেয়ারম্যান পদে প্রচার প্রচারনায় জনমানুষের কাছে এগিয়ে রয়েছেন মফিজুল ইসলাম লাভলু।
মোঃ নাজির হোসেন, কলারোয়া
০১৭৯০-৫০৫৬৫২