মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদকঃ
মঞ্চে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ-আজাদী আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় আজ রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে দলীয় জনসভায় বক্তব্য দেবেন।
মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে পলোগ্রাউন্ড মাঠ।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন জেলা-উপজেলা ও শহরের আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন। দিচ্ছেন স্লোগান। হাতে রয়েছে পোস্টার ও ব্যানার। জনসভায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার জন্য জনগণের কাছে ম্যান্ডেট চাইবেন বলে মনে করছেন স্থানীয় নেতারা।
মহানগরীর ৪১ ওয়ার্ড থেকে শুরু করে জেলার ১৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও আসছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। সবার গন্তব্য এখন পলোগ্রাউন্ড। মহানগরী হয়ে উঠেছে মিছিলের নগরী। বর্ণিল সাজে বাদ্যযন্ত্র বাজিয়ে কর্মীরা আসছেন জনসভায়।
সকাল ১১টায় হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে জনসমাবেশে যোগ দিয়েছেন রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। মাথায় লাল টুপি ও আর সকল নেতাদের গায়ে ছিল সাদা গেঞ্জি। এদিকে মঞ্চে দেখা যাচ্ছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি সহ চট্টগ্রামের সিনিয়র নেতাদের।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।