সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ ১- আসনের জনপ্রিয় হাওর পাড়ের নিবিদত প্রান, হাওর পাড়ের মানুষে একমাত্র আস্থার প্রতিক,হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল। তিনি বিনা সার্থে সবসময় জনগণের খোজ খবর নেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,ও (সাবেক) জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সাম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান, হাওর বন্দু জননেতা কামরুজ্জামান কামরুল ভাইকে সুনামগঞ্জ ১ আসনে এমপি হিসাবে দেখতে চাই,প্রচারে মো.দিলোয়ার হোসাইন রিয়াদ, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ২নং ওয়ার্ড কলাগাঁও। জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য,সাবেক সাংগঠনিক সম্পাদক,ও তাহিরপুর উপজেলা পরিষদের(সাবেক)চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের রাজপথের লড়াকু সৈনিক। গেল ফ্যাসিবাদী ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বারবার নির্যাতনের শিকার হওয়া, হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল কে এমপি' হিসেবে দেখতে চান সুনামগঞ্জ ১- আসনের গঠিত ৪ চার উপজেলার সর্বস্তরের জণগণ। হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তৃণমূল কর্মীদের অসংখ্য ভালবাসা, দোয়া ও শুভকামনাসহ ও অসংখ্য স্ট্যাটাস দিয়ে তার পক্ষে ৪ উপজেলায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্খিরা। হাজার হাজার মানুষের সমর্থন আর ভালোবাসায় দিন দিন সিক্ত হচ্ছেন আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১ আসনের আপামর জনতার একমাত্র পছন্দ এমপি' প্রার্থী হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল। জনপ্রিয়তার দিক থেকে ও মাঠ জরিপে হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল সবার চেয়ে এগিয়ে রয়েছেন। হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এর আন্তরিকতা, মেধা ও রাজনৈতিক প্রজ্ঞাসহ রাজপথে বলিয়ান নেতৃত্ব দিয়ে কাজ করে গত ১৫ বছরে সুনামগঞ্জ -১ আসন কে বিএনপির একটি শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তুলেছেন তিনি। বিশেষ করে মহামারী করোনা ভাইরাসের প্রকোপে লকডাউন ঘোষণা করা হলে কামরুজ্জামান কামরুল জীবনের মায়া ত্যাগ করে নিজের বাড়িকে বানিয়েছিলেন হাসপাতাল। ঘরবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, আলু। অসহায়দের মাঝে বিতরণ করেছেন,ওই সময় তিনি একজন জনদরদী ও হাওরবন্ধু নেতার খেতাব পেয়েছিলেন। তার একমাত্র চিন্তা,চেতনা সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করা তার স্বপ্ন। সুনামগঞ্জ -১ আসনের মানুষের কাছে হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল তিনি একজন নিঃস্বার্থবান এবং ত্যাগী নেতা, ও হাওর বন্ধু হিসেবে পরিচিত। তাকে নিয়ে তাহিরপুর উপজেলার মানুষ স্বপ্ন দেখেন,বেশীরভাগ মানুষ মনে করেন, কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ ১- আসনে আগামী এমপি' নির্বাচিত হলে সরকারি সকল বরাদ্দ সাধারণ মানুষের মাঝে সুষম বন্টন হবে।উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাবে এই তাহিরপুর উপজেলার রাস্তাঘাট। স্থানীয়দের মতে আরও জানাযায় কামরুজ্জামান কামরুল এমপি নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনে বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত স্মার্ট তাহিরপুর উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে। উন্নয়নের জোয়ারে ভাসবে তাহিরপুর উপজেলাটি। সুনামগঞ্জ ১- (আসনে)আগামী নির্বাচনে এমপি প্রার্থী হওয়া প্রসঙ্গে কামরুজ্জামান কামরুল বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। আমি বাংলাদেশের মজলুম এক অবিসংবাদিত মহীয়সী নারী, আপোষহীন দেশনেত্রী "বেগম খালেদা জিয়ার আদর্শের একজন সৈনিক। যিঁনি এত জেল- জুলুম, মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ, কটুক্তি, হয়রানী সহ্য করে; জীবন- মৃত্যুর সন্ধিক্ষণেও দেশের মানুষ কে ছেড়ে যাননি। মাটি ও মানুষের শ্রদ্ধা আর অমলীন ভালোবাসায় সিক্ত তিনি। কোটি মানুষের দোয়ার বরকতে মহান আল্লাহ্ আপনার নেক হায়াত বাড়িয়ে দিন। আ-মীন শ্রদ্ধা হে মহীয়সী জননী। তাই ৩ বারের (সাবেক) এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে সফল করতে চাই। পাশাপাশি সুনামগঞ্জ ১- আসনের আমার প্রিয় তাহিরপুর উপজেলাবাসীসহ ধর্মপাশা,জামালগঞ্জ,ও মধ্যনগর উপজেলার মানুষের অনেক দিনের আশা ও আকাঙ্খা পূরণ করতে চাই। প্রচারেঃ দিলোয়ার হোসাইন রিয়াদ,শ্রীপুর উত্তর ইউনিয়ন কলাগাঁও।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।