আরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
রংপুর কারমাইকেল কলেজ থেকে সদ্য বদলি হওয়া বিতর্কিত শিক্ষক আহসান উল ফেরদৌসের বিরুদ্ধে মানববন্ধন করেছে লালমনিরহাট সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার ১৪ মে কলেজের মূল ফটকের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে কলেজের শিক্ষার্থীরা। বিতর্কিত ওই শিক্ষককে লালমনিরহাট সরকারী কলেজে বদলি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়
সাধারন শিক্ষার্থীরা। তারা ওই শিক্ষককে কলেজে ঢুকতে না দেয়ার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্লোগান দিতে থাকেন।
এর আগে গত বৃহস্পতিবার বদলির আদেশ পেয়ে লালমনিরহাট সরকারি কলেজে যোগদান করতে এসে বিতর্কিত শিক্ষক আহসান উল ফেরদৌস সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। কলেজের মূল ফটকের সামনে আগে থেকে অবস্থান নিয়ে কলেজে ঢুকতে বাধা দেয় শিক্ষার্থীরা। পড়ে বাধ্য হয়ে রিক্সায় করে দ্রুত স্থান ত্যাগ করেন। এমন উদ্বুত পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ রংপুরের কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আহসান উল ফেরদৌসের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানায় সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীসহ সাধারন মানুষ। পরে কলেজ কতৃপক্ষ তাকে লালমনিরহাট সরকারি কলেজে বদলির নির্দেশ দেয়।
এরপর ওই শিক্ষক যেন অত্র কলেজে যোগদান করতে না পারে সেজন্য কঠোর হুশিয়ারী হিসেবে আজ এই কর্মসুচী পালিত হয়েছে।