নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলা ১নং কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া বকরবিল খালের উপর সাঁকো নির্মান নির্মিত বাশেঁর সাঁকোটি বহুদিন যাবত নষ্ট হয়েছিলো একদিন এলাকার একজন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর হটলাইন নম্বরে ফোন করে যানালে বিষয়টা মিশন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধিকে পরিদর্শনে পাঠান পরিদর্শনের প্রতিবেদনে যানানো হয় যে সাঁকো মেরামত জরুরি।
তারপর থেকে কিভাবে সাঁকোটি মেরামত করা যায় সে বিষয় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য সাইফুর রহমানের সাথে নিয়মিত যোগাযোগ করেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি কিভাবে সাঁকোটি মেরামতের কাজ শুরু করা যায়।কমিউনিটির সাথেও নিয়মিত যোগাযোগ করে একটা কমিটি করা হয়। কমিটির সিদ্ধান্তে সাঁকোটিতে ১৮ টি সিমেন্ট দিয়ে ঢালাই পিলার করে বাঁশ দিয়ে পাড়ান কারা হয়েছে। ২৩ মার্চ ২০২৪ উক্ত সাঁকোর কাজ শেষ করা হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন যানতে চাইলে তিনি বলেন"এই সাঁকো নির্মানের ফলে বকরবিল খালের উপর দিয়ে রামনগর - কৃষ্ণনগর ইউনিয়নের মধ্যে যোগাযোগের মাধ্যমটি সুদৃঢ় হবে,এখন আর ২ঘন্টা না ঘুরে এলাকার মানুষ ১৫ মিনিটে সহজে পার্শ্ববর্তী বাজার,কমিউনিটি ক্লিনিক ও স্কুলগামী ছাত্র- ছাত্রীরা চলাচল করতে পারবে।
তিনি আশা করেন,দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড মিশন মহিলা উন্নয়ন সংস্থার মাধ্যমে তাদের চলমান কার্যক্রম সচল রেখে এই দুর্যোগ ও ঝুকিঁপ্রবণ দক্ষিন- পশ্চিম উপকুলীয় অঞ্চলের মানুষের সহায়ক সারোথী হিসাবে সবসময় পাশে থাকে। এই এলাকার নারীরা বেশি খুশি হয়েছেন।এলাকার নারীরা ও গন্যমান্য ব্যক্তিবর্গ। আসা করেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এধরনে উন্নয়ন মূলক কাজ চলমান রাখবেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।