সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

কালিগঞ্জের চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সভায় আহবায়ক কমিটি গঠন সম্পন্ন।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৮৩০ বার পঠিত

তাপস কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জুন) বিকাল ৪ টায় বিদ্যালয়ের হলরুমে প্রাক্তন ছাত্র ও মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য এর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র এম আর গ্রুপের প্রধান একাউন্ট অফিসার মহাসীন রেজা মুন্না’র সঞ্চালনায় জরুরী সভায় প্রধান অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র ও ন্যাশনাল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আকতার উদ্দীন আহমেদ,

ইস্টার্ণ ব্যাংক লিঃ এর বিএটিএইচ ম্যানেজার আবুল কালাম মঞ্জুর মোর্শেদ, কুমিল্লা বিভাগীয় কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন, প্রাক্তন ছাত্র ও রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মোহাম্মদ মেহেদী হাসান, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, আবুল কালাম আজাদ মোড়ল, সেনা কর্মকর্তা শেখ আকরাম হোসেন, প্রফেসর শেখ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক আজিজুল হাকিম, দৈনিক কালেরচিত্র পত্রিকার ম্যানেজার গাজী হাবিবুর রহমান হাবিব, জাহাঙ্গীর আলম, মঈনুল ইসলাম তরফদার, জাফর ইকবাল বাবু, সুলতান মাহমুদ প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট চৌমুহনী হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এ্যাসোসিয়েশন গঠনের লক্ষে কমিটি গঠন করা হয়। কমিটিতে সুব্রত কুমার বৈদ্যকে আহবায়ক ও আব্দুর রশিদ গাজী, তারেক মোহাম্মদ মেহেদী হাসান, জি এম মাহবুবর রহমান, আবুল কালাম আজাদ, এম হাফিজুর রহমান শিমুল, মঈনুল ইসলাম তরফদার, জাহাঙ্গীর আলম, গাজী হাবিবুর রহমান হাবিব, মোহাসীন রেজা মুন্না ও রোকনুজ্জামান রনিকে সদস্য করে আগামী ৬ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রস্তুত করা, ডাটাবেজ সংগ্রহ করাসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের সার্বিক ব্যবস্থা গ্রহন করার নির্দেশনা দেওয়া হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।