শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলা তারালী ইউনিয়নের তারালী বাতুয়াডাঙ্গা গ্রামের আনী বারোআনী খাল ভরাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টার সময় সরজমিনের গিয়ে জানা যায়,তারালী গ্ৰামের মৃত আবেদ আলী সরদারের পুত্র কাওছার সরদার ওরফে (হৈদির) দীর্ঘদিন যাবত খালের ভেড়িবাদ ও অবৈধভাবে দখল করে মৎস ঘের করে আসছে।
মৎস ঘেরের নিজস্ব কোন ভেড়িবাদ না থাকায় দুই পাশের রাস্তা ঘেরের পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে গিয়েছে। ফলে জনসাধারণের চলাচলে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।ব্যক্তিগত তাহার ঘের হতে মাটি কেটে পার্শ্ববর্তী সরকারি খালের ভিতরে ফেলে খাল ভরাট করে যেটি বর্ষা মৌসুমে এলাকার ১০০টি পরিবারের পানি নিষ্কাশনে বাধাগ্রস্থ হবে বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ ও এলাকাবাসী।
উল্লেখ্য অভিযোগ সূত্রে আরো জানা যায় লিয়াকাত সরদারের বাড়ির সামনে হতে আনী বারোআনী খাল থেকে ঘোষের আবাদের খাল পর্যন্ত প্রাচীন আমল থেকে দীর্ঘদিন খালটি এখন ব্যক্তি মালিকানাদের দখলে আছে।এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ বরাবর লিখিত অভিযোগ করেন, মোতাসিম বিল্লাহ,আবু সাঈদ, শিমুল হাসান,রেহানা আক্তার, আজমীর হোসেন, আব্দুস সালাম, রায়হান, রফিকুল ইসলাম,আসাদুল ইসলাম, হুমায়ুন কবীর, আবির হোসেন,রুপা পারভীন,সুজাউল্লাহ সরদার,শহিদুল ইসলাম, আমজাদ হোসেন,জাহিদ হোসেন, শহীদ, আব্দুস সেলিম,রুহুল আমিন,কিসলু,বাবলু, রফিকুল ইসলাম,আকবর আলী ও বাবু সহ আরো অনেকে লিখিত অভিযোগ করেন।
স্থানীয়রা সরজমিনে উপস্থিত হয়ে তারালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফয়সাল বিশ্বাস,বঙ্গবন্ধু সৈনিক লীগের ইউনিয়ন সভাপতি জাহিদ হাসান,আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম সোনা ও শামসুর রহমান বলেন, সরকারি ইটের সোলিং রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ও দীর্ঘদিনের পানি নিষ্কাশনের খালটি কেটে পুনরায় উজ্জীবিত করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।উক্ত বিষয়টি কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী সাংবাদিকদের জানান লিখিত অভিযোগ পেয়েছি তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানকে নিয়ে দ্রুত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব বলে জানান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।