বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার রাজ্জাক পার্কে বসেছে বিনা লাভের দোকান  পঞ্চগড়ে পলিথিনমুক্ত উদ্যোগ: বেসরকারি পাটকলগুলোকে পাটের ব্যাগ উৎপাদনের আহ্বান মধ্যনগরে খাস জমি ভূমিহীনদের নামে বন্দোবস্ত দিলেও দখলে প্রভাবশালীরা  চট্টগ্রামে বাসের ধাক্কায় ছাত্রের মৃত্যু পুলিশের পোশাক পরে গরু চুরির আটক চারজন  রক্তাক্ত ২৮শে অক্টোবর ২০০৬ইং (পল্টন ট্রাজেডি) স্মরণে সালথায় জামায়াত ইসলামির গণসমাবেশ মোংলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের পাশে আলহাজ্ব জুলফিকর আলী গ্যাস পাইপ স্থাপন কালে দেয়াল ধসে নিহত ১ আহত ২ বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডারের স্ত্রী ফারহা হত্যাকান্ডের মূলহোতা মিলন গ্রেফতার বাগেরহাটে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর বাঁশদহ সড়কে মোটর সাইকেলের ধাক্কায় ১ স্কুলছাত্র নিহত।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২
  • ৬৭৮ বার পঠিত

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধু মাদক কিনতে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণীর শুভ নামে ১ স্কুল শিক্ষার্থীকে চাপা দিলে সে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালি বাঁশদহ মোড়ে রাস্তার উপর শনিবার ( ৪ জুন) বেলা সাড়ে ৯ টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ বেড়াখালি গ্রামের রনজিত জেলের পুত্র এবং বাশদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। ওই সময় ঘাতক শ্রীধর কাটি গ্রামের আনসার- ভিডিপি কমান্ডার রুহুল আমিন এর পুত্র মাদকসেবী রাকিব বিল্লা (২২) ও তার বন্ধু কৃষ্ণনগর বাজারের কাঠমিস্ত্রি শহিদুল ইসলাম ছেলে নয়ন হোসেন (২৫)।

ওই সময় উত্তেজিত জনতা মোটর সাইকেলসহ ঘাতক ২জনকে ধরে গণপিটুনি দিয়ে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে সকাল হতে দেন-দরবার করে ১ লক্ষ ৩০ হাজার টাকায় দফারফা করে পুলিশি হয়রানি হতে রক্ষা পেতে চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল তাদেরকে ছেড়ে দেয়।

প্রত্যক্ষদর্শী ফতেপুর গ্রামের সুনীল সরকার, পরিমল, হাবিবুর, সহ একাধিক ব্যক্তি জানান, একটি মোটর সাইকেল যোগে মাদক কেনার জন্য রাকিব বিল্লাহ ও শহিদুল গোবিন্দকাটি গ্রামের দিকে যাচ্ছিল। ওই সময় শিক্ষার্থী শুভ ওই রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিলো তখন তাকে দ্রুত গতি সম্পন্ন মোটরসাইকেল ধাক্কা দিলে পড়ে যায়। ওই সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা দুই মাদকসেবীর সহ মোটরসাইকেল জব্দ করে গণপিটুনি দিয়ে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গোবিন্দ মন্ডল এর নিকট পরিষদে হস্তান্তর করে।

সেখানে দীর্ঘ দেন দরবার করে ১লক্ষ ৩০ হাজার টাকায় দফা রফা করে ছেড়ে দিলেও থানা পুলিশকে জানানো হয়নি। এ ব্যাপারে জানার জন্য দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল এর নিকট একাধিক বার মোবাইল ০১৭১০.১৮৩৩৪৫ ফোন দিলে ও তিনি রিসিভ করেননি।

এব্যাপারে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান। তিনি আরো বলেন আমি এই মাত্র আপনার নিকট থেকে জেনেছি আমি দ্রুত সেখানে পুলিশ পাঠাচ্ছি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।