সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
“সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসুস্থ সাংবাদিক লিটন মাহমুদকে দেখতে মুন্সীগঞ্জ এলেন সোনিয়া দেওয়ান প্রীতি

কালিগঞ্জের পল্লীতে বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে ১৭ টি পরিবারকে

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে ১৭টি ভুমিহীন পরিবরকে উচ্ছেদের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিশু বয়োবৃদ্ধসহ নারী পুরুষ আতঙ্কিত অবস্থায় ১৮ বছরের সাজানো গোছানো সংসার ভেঙ্গে রাস্থায় বসেছে। ঘটনাটি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের কেএম মোশাররফ হোসেন আদর্শ গ্রামে ঘটেছে।

সরেজমিন সুত্রে জানাগেছে, রামনগর খালপাড়ে সরকারি জায়গায় খাসজমিতে ২০০৩ সাল হতে বসবাসরত ১৭টি ভূমিহীন পরিবার। তৎকালীন ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন ঐ সতেরটি পরিবারকে বসবাসের সুযোগ করে দেয়। সেই থেকে নানান হুমকী ধামকী আর ভয়ভীতির মধ্যদিয়ে তারা বসবাস করে আসছিলো। হঠাৎ সোমবার (২৪জুন) সকালে ভ্যেকু মেশিন, ঢোলী ও বিভিন্ন এলাকা থেকে শতাধিক লাঠিয়াল জড়ো করে প্রভাবশালভ রামনগর এলাকার মৃত: শেখ লিয়াকত আলীর পুত্র নূরনবী (বাবু) ও তার জামাতা নাজমুল শাকিব। তারা আদালতের আদেশে ভুমিহীনদের উচ্ছেদ করছে বলে জানান।

ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা নুরুল ইসলাম জানান, আদালতের আদেশে তাদেরকে নিজ নিজ মালামাল সরিয়ে নিতে বলা হয়।তবে ঐখানে বসবাসকারী আব্দুস সাত্তার গাজীর ছেলে আলামিন গাজী (৩৫), মৃত মেছের আলী শেখের ছেলে শেখ আব্দুল আজিজ (৬০), মৃত আঃ বারি শেখের মেয়ে সফুরা খাতুন (৪৫), মৃত খোদা বক্স শেখের মেয়ে খাদিজা খাতুন, আবুল কাশেম পিং আবু বাক্কার গাইন এর ছেলে আবুল কাশেম (৪৫), আবুল হোসেন গাইন এর ছেলে সিরাজুল ইসলাম (৫১) ও আব্দুল্লাহ গাইন, ছন্নত আলী তরফদার, হোসেন আলী তরফদার, আবু বাক্কার গাইন, আলামিন গাইন গং জানান, তাদেরকে আদালতের কোনো নোটিশ দেওয়া হয়নি, এমনকি নায়েব অফিস থেকেও দেওয়া হয়নি কোনো নোটিশ। ১৭ টি পরিবারকে উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন জানান, ভুমিহীন পরিবারদের পুনর্বাসন করে উচ্ছেদ করলে কিছুটা মানবিক হতো। তাদের আহাজারী আর আর্তনাদ এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।