শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মহড়ার অভিযোগ উঠেছে। অল্পের জন্যে রক্ষা পেয়েছে বয়োবৃদ্ধসহ কয়েকজন।ঘটনাটি উপজেলার নবীনগর গ্রামে ঘটেছে। সরেজিমন ও থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাগেছে, গত বুধবার (২৮ আগস্ট) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার নবীননগর গ্রামের মৃত্যু আব্দুল গাজীর ছেলে নুর মোহাম্মদ গাজী (৬৫) তার মৎস্যঘেরের ভেঁড়িতে নিকটজন মনিরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম ও বাবলুসহ কয়েকজন বসে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন।
এমন সময়ে কৃষ্ণনগর গ্রামের আব্দুল মাজেদ মোল্লা (৫০), খোকন মোল্লা (২০) ও আনোয়ারা বেগম (৪৫) এর নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময়ে তারা রামদা, হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে ফুলা যখম করে তাড়িয়ে দেয়। এছাড়াও তারা আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়ে এবং বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয় বাঁশতলা বাজার কমিটি ও জনপ্রতিনিধিগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় নুর মোহাম্মদ গাজী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামসহ স্থানীয় ঘের মালিক ও বাঁশতলা মৎস্য সেটের কর্মকর্তাগনের উপস্থিতিতে গুলির খোসা, দা ও বোমা বিস্ফোরণের আলামত উদ্ধার করেন। বিষয়টি ঘীরে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।