এস এম তাজুল হাসান সাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। "আপনার নাগালেই পরিচ্ছন হাত“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ অক্টোবর রবিবার ব্রাক ওয়াশ কর্মসূচির আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হাত ধোয়া দিবস পালন করে। উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রহমতপুর নবযুগ শিক্ষা সোপান, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়, কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। দিবসটিতে সকাল ১১ টা থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলোচনা সভা, হাত ধোয়ার সঠিক নিয়ম রপ্ত করার অনুশীলন সহ বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করে।
আলোচনা সভায় শিক্ষক সহ অতিথি বক্তাগন
দৈনন্দিন জীবনে পরিচ্ছন্ন ভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলেধরে বলেন সাধারণ রোগ সংক্রমণের ৮০ শতাংশই হাত দিয়ে ছড়ায়। দিনে অন্তত পাঁচবার আপনার হাত ধোয়া সর্দি, COVID-19, ইনফ্লুয়েঞ্জা ("ফ্লু") এবং অন্যান্য সংক্রমণের ফ্রিকোয়েন্সি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে দেখা গেছে। হরেক রকম রোগ-জীবাণু আমাদের পেটে চলে যায় হাতের মাধ্যমেই। যার ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। বক্তারা খাওয়ার আগে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পরামর্শ দেন। তারা বলেন জীবাণু ধ্বংস করতে হলে হাত ধোয়ার কোন বিকল্প নেই, খাবার গ্রহণ করার আগে অবশ্যই হাত পরিষ্কার করতে হবে । স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়া অপরিহার্য।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।