শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ ঘিরে চারদিকে ছড়িয়ে পড়েছে আনন্দ,উচ্ছ্বাস আর ভালোবাসা। লিগলিতে পাঞ্জাবি ও টুপি পরিহিত লোকজনের উপস্থিতি। ঈদের নামাজ শেষে হাসিমুখে কোলাকুলি ও করমর্দনের পর একে অপরকে বাড়িতে টেনে নিচ্ছেন।সাধ ও সাধ্যানুযায়ী ঘরে ঘরে রান্না হয়েছে সুজি,সেমাই,পোলাও,কোরমা,পায়েস,পিঠা-পুলিসহ নানা ধরনের সুস্বাদু খাবার।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির উদ্যোগে নতুন ঈদগাহ ময়দান উদ্বোধন করা হয়েছে।গত বুধবার (১১ এপ্রিল) সকাল ৭ টায় ৪৫ মিনিটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন ঈদগায় জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ শুভ উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগা কমিটির সভাপতি মোঃ আল-মামুন ঢালী,সিনিয়র সহ-সভাপতি আনছার গাজী, সহ-সভাপতি আকবার আলী গাজী , হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম গাজী,সহ-সিনিয়র সাধারণ সম্পাদক বাবলু সরদার,সহ-সাধারণ সম্পাদক হানিফা মোড়ল,কোষাধক্ষ্য এন্তাজ মোড়ল, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল ঢালী,প্রচার সম্পাদক মাজেদ ঢালী,দপ্তর সম্পাদক আব্দুর রশিদ গাজী প্রমুখ।
এছাড়া মাওলানা মোহাম্মদ সাকির আহমেদ খতিবের ইমামতিতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন শত শত মুসল্লিরা,তিনি আলেম-ওলামা সহ ধনী গরিব সর্বস্তরের মুসলিম উম্মাহ।এসময় মহান আল্লাহর কাছে ঈদুল ফিতরের নামাজের খুতবা পাঠ করে হৃদয় থেকে চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে মুসলিম উম্মাহ জন্য দেশ ও জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।