শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জের মথুরেশপুরে সমাজ সংস্কারক ও উন্নয়নের অন্যতম রূপকার মোঃ নুর ইসলাম গাজী (৭৩)। দীর্ঘদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত হোসেন আলী গাজীর ছেলে। স্থানীয় এলাকার আবুল হোসেন, আশরাফুল ইসলাম, ইয়াছিন আলী, আব্দুল মালেক সহ অনেকেই জানান, কয়েক যুগ আগে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন বসন্তপুর সোনালী ক্লাবের উপদেষ্টা নুর ইসলাম গাজী একজন শিক্ষিত, বিনয়ী ও মার্জিত স্বভাবের ব্যক্তি। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী বটে। দীর্ঘদিন যাবৎ সামাজিক উন্নয়ন, সমাজ সংস্কারক ও পরিবর্তনে মাধ্যমে এলাকার মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন। এলাকার বঞ্চিত, অবহেলিত, শোষিত মানুষের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেন। রাস্তাঘাট সংস্কার, মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রয়েছে। যেমনটি তার পরিবারের পক্ষ থেকে বসন্তপুর ঈদগাহ ময়দানের উন্নয়নের জন্য কিছু জমি দান করেছিলেন। তাছাড়া যে কেউ কোন সমস্যা নিয়ে তার পাশে গেলে সু-পরামর্শ দিয়ে থাকেন। তবে কিন্তু মানুষের অধিকার বাস্তবায়নে সোচ্চার তিনি। সত্য ও ন্যায়ের বিষয়ে নিজেকে অবিচল রাখার কারণে নুর ইসলাম এলাকায় এখন যোগ্য সামাজিক বিচারক। গ্রাম্য সালিশে তার সুনাম অভাবনীয়। বর্তমানে সমাজ উন্নয়নের অন্যতম রূপকার তিনি। তার সম্পর্কে এলাকায় খোঁজ খবর নিয়ে এমনটি জানা গেছে। তবে এলাকাবাসীর দাবী, নুর ইসলামের বাড়ির নিকটবর্তী বসন্তপুর-শীতলপুর পাঁকার মোড় ওয়াপদা বাজারটি কয়েক বছর ধরে অবহেলিত, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই বাজারটি পরিচালনার জন্য নতুন কার্যকরী কমিটি গঠনে তার মতো নেতৃত্ববান ব্যক্তির একান্ত প্রয়োজন। এ ব্যাপারে নুর ইসলাম গাজী বলেন, দীর্ঘদিন যাবৎ সমাজের সাধারণ মানুষের সাথে মিশে আছি। গ্রাম্য এই বাজারে নতুন কমিটিতে আসতে দোকান মালিক ও ব্যবসায়ী মহল উৎসাহ দিচ্ছে। এজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।