তাপস কুমার ঘোষঃ
সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামে দিলীপ রায়ের কবলাকৃত ৩৩ শতক জমি ত্রিশ বছর ভোগ দখলে। ওই জমির উপর রাধা গোবিন্দ মন্দির নির্মাণ করে পূজা অর্চনা করে আসছে। জমিটি পুনরায় ভুয়া কাগজপত্র তৈরি করে তারই বংশধরের ভাই, ভাতিজারা জবর দখলের পায়তারা চালাচ্ছে। জানা গেছে, উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত বিজয় কৃষ্ণ রায়ের ছেলে দিলীপ রায় ১৯৯৮ সালে ১৬৬২ দাগে ৩৩ শতক জমি কবলা দলিলমূলে ক্রয় করেন একই গ্রামের আব্দুর রশিদ সাহাজীর থেকে। এরপর ঐ জমিতে দিলীপ রায় মন্দির নির্মাণ করে পূজা অর্চনা ও শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। সম্প্রতি ওই সম্পত্তির উপরে নজর পড়ে একই গ্রামের মৃত গোলাম সাহাজির ছেলে রফিক সাহাজি ও মৃত আব্দুর রহিম সাহজির ছেলে আনোয়ার আলীর। তারা যোগাযোগ করে ভুয়া কাগজপত্র তৈরি করে রাধা গোবিন্দ মন্দিরের পিছনের জায়গা জবর দখলের পায়তারা করে। এ ব্যাপারে দিলীপ রায় জমির মিউটেশন ও দখলকারীর বিরুদ্ধে কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি )এর কার্যালয়ে ১৫০ ধারায় আবেদন করলে এ বিষয়ে উপজেলা ভূমি অফিস থেকে বিষয়টি শুনানির জন্য উভয় পক্ষকে আগামী ১১ অক্টোবর তার কার্যালয়ে আসার জন্য নোটিশ প্রদান করেছেন। এছাড়া উক্ত জমির বিষয় নিয়ে ইতিপূর্বে মৌতলা ইউপি চেয়ারম্যান, মেম্বর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি একাধিক সালিশ ও বিচার করলেও বিচার মানতে নারাজ রফিক সাহাজি ও আনোয়ার সাহাজি। সংখ্যালঘুদের জমি ও মন্দিরে জায়গা জমি আত্মসৎ করার বিষয়ে দিলীপ রায় তাদের থেকে সম্পত্তি রক্ষাসহ সহাবস্থানে বসবাসের জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। তবে রফিক সাহাজী ও আনোয়ার সাহাজী তাদের সম্পত্তিতে যাচ্ছে মূল কাগজপত্রমূলে। দিলিপ রায় পূর্ব পরিকল্পিত ভাবে ফাঁসানোর চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেছে।