শিমুল হোসেন/ তাপস কুমার ঘোষ,নিজস্ব প্রতিবেদক।
মাদক ছাড়ো,খেলা কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ ঐতিহ্যবাহী রতনপুর আহম্মদ আলী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।(১৪ জানুয়ারি) শনিবার বিকাল ৪ টায় উপজেলার ঐতিহ্যবাহী রতনপুর ফুটবল মাঠে হবিগঞ্জ জেলার ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ ও সাতক্ষীরা জেলার রতনপুর ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মরহুম আহম্মদ আলী ফুটবল খেলা নির্ধারিত সময়ে ২ দলের মধ্যে ১-১ গোলে ড্র হয়।খেলায় বিশেষ আকর্ষন ছিলেন দেশবরেণ্য খ্যাতিমান ব্যারিস্টার ছায়েদুল হক সুমন। তিনি হাজার হাজার দর্শকদের উদ্যেশে তরুন সমাজকে উজ্জীবিত করেন।
রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলীম আল রাজি টোকনের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।খেলা উদ্বােধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম।বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ,সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,সাবেক সভাপতি রোকেয়া হল,ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়,সাতক্ষীরা ৪ আসনের আগামী নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিজ্ঞ স্পেশাল পিপি অ্যাড: জহুরুল হায়দার বাবু,কালিগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানি ঘোষ।অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম।
সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাড: হাবিব ফেরদাউস শিমুল, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন। খেলাটি পরিচালনা করেন আন্তর্জাতিক ফিফার রেফারি শেখ ইকবাল আলম বাবলু।কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজী মিজানূর রহমান প্রমুখ।বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন চেয়ারম্যান,ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।হাজার হাজার দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।