তাপস কুমার ঘোষঃ
"শেখ হাসিনার বাংলাদেশ খুধা হবে নিরুদ্দেশ" এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় খাদ্য গুদাম অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ -২৪ এর উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালিগঞ্জ সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২টায় উপজেলার বসন্তপুর খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ দীপু। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা পিকুল হোসেন এর সভাপতিত্বে ও বসন্তপুর ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুজ্জামান মনি'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা'র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা চাউল মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, ব্যবসায়ী বাবলুর রহমান, এনামুল হক, মনিরুজ্জামান মনি প্রমূখ। বসন্তপুর ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, এ মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য ৩২ টাকা, প্রতি কেজি চাউলের মূল্য ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনে দুইটি মিল মালিকের কাছ থেকে চাউল ক্রয় করা হয়। এ বছর ধান ৫৭৫ মেট্রিক টন ও সিদ্ধ চাল ৭৫৩ মেট্রিক টন, এবং আতব চাউল ২৩ মেট্রিক টন ক্রয় করা হবে ।১৬ মে ২০২৪ থেকে ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত মোট ৩২ টি চাউল মিল মালিকদের কাছ থেকে চাউল ক্রয় করা হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মিল মালিক, কৃষক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।