শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জে রোকেয়া খাতুন (৪৪) নামের এক অসহায় বীমা গ্রাহকের মৃত্যু হয়েছে। সোমবার (২ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে গ্যাংগ্রিন থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্হায় বসন্তপুরস্হ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন
(ইন্না লিল্লাহি ------ রাজিউন)। এলাকাবাসী জানান, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত আব্দুল কারিকরের স্ত্রী বিধবা রোকেয়া খাতুন ভবিষ্যৎ আর্থিক সুবিধার আশায় ২০০৯ সালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের জনপ্রিয় বীমায় ৪১-০৫৭৬৯৪ নং পলিসি কেনেন তিনি।
সেই থেকে প্রতি মাসে তিনি ৫৬৫ টাকা হারে প্রিমিয়াম জমা দিতেন। গত ৬/৭ মাস আগে পড়ে গিয়ে ডান পায়ের আঙুল কেটে মারাত্মক আহত হয় সে। পরে সেখানে গ্যাংগ্রিন ধরা পড়ে। একপর্যায়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত্যুকালে ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে খবর পেয়ে বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন এর দাফন কার্যক্রম টিমের মহিলা সদস্যরা মৃতের গোসল, কবর খনন, কাফন এবং পরদিন দুপুরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করেন। অপর দিকে বীমা পলিসির শর্ত অনুযায়ী অসহায় গ্রাহকের মৃত্যুতে তার নমিনিকে দ্রুত বীমা দাবি পরিশোধ করতে কোম্পানি'র নিকট আহবান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।