তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ থেকেঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওঃ আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ছাত্র সমন্বয়ক রাকিব, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, হাজী তফিল উদ্দিন দাখিল মাদ্রাসা সুপার মাওঃ শফিউল্লাহ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইমরান প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে চুরি ও মৎস্য ঘেরে মাছ চুরি বিষয়সহ মাদকদ্রব্য নির্মূলে ব্যবস্থা গ্রহণ এবং নাজিমগঞ্জ মোকামে অবৈধভাবে ঘর নির্মাণ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।