তাপস কুমার ঘোষঃ
"আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি র্যালি বাহির হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে দুর্ঘটনা ও অগ্নি নির্বাপনের মহড়া অনুষ্ঠিত হয়। এলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্র সমন্বয়ক রাকিব, কৃষ্ণনগর ইউনিয়ন সিসি গ্রুপের টিম লিডার মিরাজ হোসেন, কুশুলিয়া ইউনিয়ন ডেপুটি টিম লিডার শেখ পারভেজ ইসলাম, এনজিও প্রতিনিধি ওয়ার্ল্ড ভিশনের বিপ্লব তোফাদার প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।