তাপস কুমার ঘোষঃ
এক জোড়া এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন এই শ্লোলগানকে সামনে রেখে কালিগঞ্জে উপজেলা পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ্যাডভোকেসি সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শংঙ্কর কুমার দে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রবীর কুমার মুখার্জি, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা এমরান আলী প্রমুখ। শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জরায়ু ক্যান্সারের উপর বিস্তারিত তথ্য তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান শেখ মশিউর রহমান। উল্লেখ্য যে, আগামী ২৪ অক্টোবর থেকে দেশব্যাপী ৫ম শ্রেনী হতে ৯ম শ্রেনীর অথবা সমপর্যায়ের সকল কিশোরী এবং ১০ বছর থেকে ১৪ বছর বয়সের স্কুল বহির্ভূত কিশোরীদের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে একডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।