শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে পলিথিন মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা  ক্লাস চলাকালীন সময় শিক্ষিকার উপর হামলা বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা মধ্যনগরে কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত  সাফ জয়ী তিন ফুটবলারকে সাতক্ষীরায় লাল গণসংবর্ধনা  সালথায় স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের বকশীগঞ্জে নিলাখিয়া বিএনপি নেতাকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন  চারঘাটের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময়  নওগাঁ মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকার উপর হামলা 

কালিগঞ্জে ঐতিহ্যবাহী চাঁচাই বড়দিন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ।

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩১০ বার পঠিত

শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ

খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন করেছেন।

কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই ক্যাথলিক খ্রীষ্টান মিশনের আয়োজনে মা মরিয়ম গির্জয় খ্রিস্ট ধর্মলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এদিকে শনিবার রাত ১২ টায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুভ বড়দিনের শুভ উদ্বোধন করেন, খ্রীষ্টযাগ পৌরোহিত্য মাস্টার জেভিয়ার মন্ডল তিনি বলেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যীশুর পৃথিবীতে আগমন ঘটেছিলো।

মা মরিয়ম গির্জার সভাপতি নন্দলাল মন্ডল সভাপতিত্বে, সংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা।

তিনি বলেন বড়দিন উদযাপনের মধ্য দিয়ে ইংরেজি নতুন বর্ষ বরণের প্রস্তুতিও নিচ্ছেন খ্রীস্ট ধর্মাবলম্বীরা। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনবে এমনটাই প্রত্যাশা তাদের। ঈশ্বরের মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে আনতে যিশুর এ ধরায় আজকের দিনে তার আগমন ঘটেছিল এমনই বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের।

খ্রিস্টান ধর্মের প্রবর্তক মহামতি যিশুখ্রিস্ট ছিলেন মুক্তির দূত, আলোর দিশারী। পৃথিবীতে শান্তির আবাস ভূমিতে পরিণত করতে তিনি খ্রিস্ট ধর্মের সুমহান বাণী প্রচার করেছিলেন। তিনি আরো বলেন, ‘রঙিন বাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো, বিশেষ প্রার্থনা, শিশুদের মাঝে উপহার বিতরণ এবং স্বজনদের সঙ্গে সাক্ষাৎ এ উৎসবের মূল অনুষঙ্গ। গির্জায় প্রার্থনা ও পর গাওয়া হয় বড়দিনের বিশেষ গান ও বন্দনা সংগীত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ এর ভাই চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ নাজমুল আহসান। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন ২ নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালী, সাধারণ সম্পাদক আশিক ইকবাল পাপ্পি, সিনিয়র সহ-সভাপতি মামুন আর রশিদ মিন্টু, রতনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক রাজু আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ সরদার,

ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, শেখ সিরাজুল ইসলাম, ইউপি সদস্যা লাইলী পারভীন,রোজিনা খাতুন,পূর্ণিমা রানী,বিষ্ণুপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক হাশেম আলী,সাতক্ষীরা জেলার উপজেলা বারবার পুরস্কার প্রাপ্ত ও ২০২২ সালের খুলনা বিভাগের এশিয়ান টিভির (ইয়েস কার্ড প্রাপ্ত) জনপ্রিয় কন্ঠশিল্পী অভিজিৎ সরদার।

এসময় আরো উপস্থিত ছিলেন চাচাই মা মরিয়ম গির্জার সভাপতি নন্দলাল মন্ডল, সাধারণ সম্পাদক তপন মন্ডল,কোষাধ্যক্ষ ভবেন্দ্র মন্ডল, সদস্য শিবচরন মন্ডল,তারক মন্ডল প্রমুখ।সহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।