শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ
পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবে না, মুসলমানদের জন্য কবরস্থান অন্যতম একটি পবিত্র স্থান।কোন কবরস্থানে গেলে বা এর পাশ দিয়ে হেঁটে গেলে মানুষের মৃত্যুর কথা মনে পড়ে,মানুষের মন নরম হয়।নিজের মৃত্যু দিনের কথা কল্পনায় চলে আসে।অথচ সেই কবরস্থান কে পাশে টয়লেটের ময়লা পানি দেয়া হয়েছে।কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা মোড়ল পাড়া কবরস্থানের টয়লেটের ময়লা পানি দেয়ার অভিযোগ উঠেছে কলিযোগা গ্রামের মৃত নুরুদ্দিন গাজীর পুত্র নওশের আলী গাজীর বিরুদ্ধে। বিগত দিনেও তার বিরুদ্ধে অনেক রিপোর্ট আছে সে কাউকে মানেন না।
স্থানীয় গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করিলে একাধিক ব্যক্তি বলেন” টয়লেটের ময়লা পানি কবরস্থানের পাশে ফেলছিল আমরা নিষেধ করিলে আমাদের কথা শোনেনি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ও আরো বলেছে আমার জায়গায় আমি ফেলতেছি, কোথায় ফেলবো কিনা ফেলবো,এটা আমার ব্যাপার।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে সরেজমিনে দেখা গেছে, কবরস্থানের আশে পাশে বসবাস কারী মানুষজন টয়লেটের পচা পানির দুর্গন্ধ তারা চলতে পারছে না।প্রত্যাক্ষদর্শী কলিযোগা গ্রামের মৃত নুরুদ্দিন গাজীর নওশের আলী গাজীর কাছে জানতে চাইলে তিনি সত্যতা প্রকাশ করেন এবং এরকম কাজ আর করবো না বলে প্রতিনিধিকে জানান।এলাকাবাসীর দাবি নওশের আলী গাজীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকার সচেতন সকল নাগরিক।