বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসুস্থ সাংবাদিক লিটন মাহমুদকে দেখতে মুন্সীগঞ্জ এলেন সোনিয়া দেওয়ান প্রীতি জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎

কালিগঞ্জে কাটুনিয়া রাজবাড়ি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানাবিধ অভিযোগে অনাস্থা 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কাটুনিয়া রাজবাড়ি কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব এর বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারীতা,দলীয়করণ, আত্মীয়করণ, স্বজনপ্রীতি সহ নানাবিধ অভিযোগ এনে শিক্ষক- কর্মচারীরা অনাস্থা প্রকাশ এনে পদত্যাগ দাবী করেছেন। ফুঁসে উঠতে শুরু করেছে ছাত্র অভিববকসহ স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ইতিমধ্যে লাপাত্তা হয়ে আত্মগোপনে অধ্যক্ষ আব্দুল ওহাব। চলছে মানববন্ধন, স্মারকলিপি পেশ, অভিযোগ দায়েরসহ পদত্যাগে বাধ্য করতে নানান কর্মসূচি।

জানাগেছে, ১৯৯৫ সালে স্থাপিত অত্র কলেজটি স্ব গৌরবে মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে ৫ শতাধিক ছাত্র ছাত্রী অধ্যায়নরত, অধ্যক্ষ উপধ্যক্ষসহ স্টাফ রয়েছে ৬৫ জন। এই ৬৫ জনের মধ্যে ইতিমধ্যে ৫৬ জন শিক্ষক কর্মচারী দুর্নীতিবাজ অধ্যক্ষ আব্দুল ওহাব এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে নিজ নিজ স্বাক্ষর সম্পাদন করেছেন। লিখিত অভিযোগ করেছেন ২১ জন শিক্ষক কর্মচারী। তাদের নিকট থেকে প্রায় দুই কোটি ৮০ লক্ষ টাকা উৎকোচ নিয়ে ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করে গাড়ি বাড়ির মালিক বনে গেছেন।

গত ১২ আগস্ট-২০২৪ তারিখে অভিভাবক, শিক্ষার্থী ও কলেজের আশেপাশের গ্রামের মানুষ অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে গত ৫ আগস্ট থেকে ধুরন্ধর ঝামেলা এড়িয়ে এই অধ্যক্ষ লাপাত্তা রয়েছেন বলে তার স্টাফরা জানান। বিক্ষুব্ধ শিক্ষক ও কর্মচারীরা তালা ঝুলিয়ে দিয়েছেন অধ্যক্ষের কক্ষে। তোপের মুখে পড়ে অসুস্থতা দেখিয়ে গত ১২ আগস থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন বলে জানাগেছে। অপরদিকে আন্দোলন কারীরা আগামী রবিবার থেকে অধ্যক্ষের পদত্যাগ ও শাস্তির দাবীতে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন এমন তথ্য নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ। পরিচালনা পর্ষদের মিটিং হয়না দীর্ঘকাল। নিয়োগ প্রক্ষিয়া সম্পাদন হয়েছে নির্জন আর গোপন কক্ষে তৎকালীন দুর্নীতিবাজ এমপি এস এম জগলুল হায়দারের প্রভাব খাটিয়ে। এমনিভাবে বেরিয়ে আসছে কোটি কোটি টাকা আত্মসাৎ এর নানান কাহিনী। এ ব্যাপারে কথা বলতে অধ্যক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল নম্বর বন্ধ থাকায় সম্ভব হয়নি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।