আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধিঃ
কালিগঞ্জে ঘরের আড়ায় গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে হাসান নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিশালক্ষী গ্রামে। নিহত হাসান (২২)উপজেলার বিশালক্ষী গ্রামের আনসার আলী পুত্র।
পরিবারের সদস্যরা জানান নিহত হাসান দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিল। ভোরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খুলে দেখা যায় তার নানির ওড়না দিয়ে ঘরে আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।