শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ কালিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমূখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে।রথযাত্রা উপলক্ষে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন এর গোবিন্দ কাটি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে রথযাত্রা উদযাপিত হয়েছে।
শুক্রবার (১লা জুলাই) দিনব্যাপী প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পাশাপাশি উৎসবমূখর পরিবেশে মেলা অনুষ্ঠিত হয় এবং দুরদুরান্ত থেকে মেলায় ভিড় জমিয়েছেন সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ, শিশু কিশোরসহ বিভিন্ন ধর্মের নানা শ্রেণি-পেশার মানুষ।
সমগ্র রথযাত্রাটি সার্বিকভাবে পরিচালনা করেন ইউপি সদস্য পরজিত সরকার।রথযাত্রা মেলা উপভোগ করার জন্য আসেন। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন।
৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি ও (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। দক্ষিণ শ্রীপুর সাবেক ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল মামুন সরদার।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন, গোবিন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পশুপতি সরকার। সাবেক এমপি সদস্য বিভাগ চন্দ্র সরকার প্রমুখ।
এবং আগামী (৯ ই জুলাই) শনিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের ফিরতি রথযাত্রা উদযাপিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।