শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে অবৈধ ডাম্পার চলাচল বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।স্থানীয়দের অভিযোগের সত্যতা নিরূপনে আজ দুপুর ২টায় তিনি সরেজমিন তদন্ত করেন। তিনি ক্ষতিগ্রস্থ রাস্তা ও অবৈধ ড্রেন ও খননকৃত ঘের নিজে ঘুরে দেখেন।এসময় তার সাথে ছিলেন ৪ নং দক্ষিণশ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহম্মদ শাহজী ও স্থানীয় জন সাধারণ।তিনি জনসন্মুখে বলেন যে,গ্রামের রাস্তায় ডাম্পার ট্রাক চালানো যাবেনা।নিয়মের বর্তায় হলে ক্ষতিগ্রস্থকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় রায়হান হোসেন, মতিউর রহমান সহ আরও তিন চার জনকে দেখে নেবে মর্মে হুমকী প্রদান করায় মৎস্য চাষী আফসার আলীকে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। পরবর্তীতে এমন হুমকীর ঘটনা ঘটলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এসময় তার ভাই ইউনুস আলীকেও সাবধান করা হয়। রাস্তায় ডাম্পার চলাচলে ফাটল,অবৈধ ড্রেন নির্মান,সরকারী সম্পদ নষ্ট, হুমকী প্রদানের বিষয় গুলো দ্বিতীয়বার যাতে না ঘটে সে ব্যাপারে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহম্মদ শাহাজীকে নির্দেশনা প্রদান করেন। এ সময় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন"আমি এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়া মাত্রই যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অভিযোগের অনুলিপি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ শাহাজীর কাছে পাঠিয়েছি। বর্তমানে তিনি আমার সাথে উপস্থিত আছেন। উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার স্থানীয় পত্রিকা ও জাতীয় নিউজ পোর্টালে সাতক্ষীরার কালিগঞ্জে শ্রীকলা গ্রামে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাটি খুড়ে পানি সরানোর ড্রেন নির্মান ও ডাম্বার চালায়ে রাস্তায় ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে মর্মে একটি খবর প্রকাশ হয়। এবং পরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল বরাবর অভিযোগ করা হয়। এর প্রেক্ষিত তিনি আজ ৬ ডিসেম্বর ২০২৫ রোজ রবিবার দুপুর ২টায় শ্রীকলায় সরেজমিন তদন্তে আসেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।