শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জের রওজাতুল জান্নাহ ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের সামনে থেকে চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধার করলেন ডিবি পুলিশের টহল টিম। তবে চোরচক্রটি অধরাই থেকে গেলো। মোটর সাইকেলটির মালিক শেখ শাহাজান (বাদশা) এর নিকট তুলে দেওয়া হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের শেখ আব্দুর রউফের ছেলে। থানা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ (বুধবার) উপজেলার মহৎপুর সরকারি কবরস্থান সংলগ্ন রওজাতুল জান্নাহ ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে তারাবির নামাজ চলাকালীন হিরো হোন্ডা মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরচক্রটি।
এঘটনায় রাতেই থানায় সাধারণ ডায়েরী করা হয়। মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার পথে দেবহাটার সখীপুর স্বাস্থ্য কমেপ্লেক্সের সামনে পুলিশের টহল গাড়ি দেখে চোরচক্রটি মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে কালিগঞ্জ থানার সাধারণ ডায়েরীর সূত্র ধরে মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। এরপর কাগজপত্র যাচাই করে মালিকানা নিশ্চিত হওয়ার পর শেখ শাহাজান বাদশার নিকট বুধবার হস্তান্তর করেন জেলা ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর উপ পরিদর্শক আহম্মাদ কবির, সহকারী উপ পরিদর্শক জামাল হোসেন ও কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।