শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
কালিগঞ্জের অন্যতম অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন (বিডিএফ) এর উদ্যোগে দাফন টিমের স্বেচ্ছাসেবী সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগষ্ট) বিকাল ৪টায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে দাফন কার্যক্রম টিমের পুরুষ ও মহিলা সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। বসন্তপুর শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন গুনাকরকাটী খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মুফতী মাওলানা আবু তাহের।
বসন্তপুর বাইতুল মামুর জামে মসজিদের খতীব মাওলানা মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ফারুক হোসেন, বসন্তপুর ঢালীপাড়া জামে মসজিদের খতীব হাফেজ মোঃ ছফিউল্লাহ নাহিদ, হযরত বুলাহ্ সৈয়দ (রঃ) পাঞ্জেগানা মসজিদের ইমাম মৌলভী আব্দুল ওহাব গুলজারী প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথি বলেন, আল্লাহ পাকের বানী প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তেমনি আমাদেরও এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মৃত্যু আমাদের জন্য অবধারিত। মৃত্যুর পর আমাদের কাফন-দাফন করা হবে। এজন্য কাফন-দাফনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষনের বিকল্প নেই। কর্মশালার সংগঠনের সফলতা কামনা করেন তিনি। এর আগে আলেমগন মৃতের গোসল, কাফন ও কবর খনন সহ দাফন-কাফনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মু্ক্তিযোদ্ধা এস.এম মমতাজ হোসেন মন্টু, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, ডাঃ মুজিব-রুবি মডেল হাইস্কুলের শিক্ষক আব্দুর রহমান প্রমুখ। এ কর্মশালায় ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।