শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে স্বর্ণ ও নগদ টাকাসহ,১ জন আটক। চোরাইকৃত মালামাল উদ্ধারে অভিযান অব্যহত রেখেছে পুলিশ।
থানা সুত্রে জানাগেছে, গত ২৫ সেপ্টেম্বর থানা এলাকার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মৃত মোহাম্মাদ আলী সানার পুত্র আব্দুল মজিদ সানা ও রাজ্জাক সানার বাড়িতে চুরি সংঘটিত হয়। এঘটনায় ২৮ সেপ্টেম্বর কয়রা উপজেলার মসজিদপুর গ্রামের ইব্রাহিম হোসেন গাজীর পুত্র শারাফুল ইসলাম (৪২) কে আটক করে পুলিশ। তারই স্বীকারোক্তিতে রবিবার (২ অক্টোবর) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নগদ ৩ লক্ষ ৫৫ হাজার টাকা ও ৪ভরি ৫ আনা ২ রতি স্বর্ণসহ আটক করেছে স্বর্ণ ব্যাবসায়ী ইউনুস আলী গাজী (৪২) কে। সে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা গ্রামের আনছার আলী গাজীর পুত্র ও নলতা মোবারক নগরের শাপলা জুয়েলার্স এর মালিক। তাকে আব্দুর রাজ্জাক সানার দায়ের করা ৩৩ নং মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এসময় প্রেসব্রিফিংয়ে কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান সাংবাদিকদের বলেন কালিগঞ্জ থানা এলাকা থেকে চুরি, ছিনতাই, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মুল করা হবে। থানা পুলিশ সদা নিয়োজিত আইন শৃংখলা সমুন্নত রাখার পাশাপাশি জনগনের কল্যাণে কাজ করা ও জনতার মাঝে যথাযথ পুলিশী সেবা পৌছে দেওয়ার। থানা এলাকায় ৫২ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রেসব্রিফকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু ও থানার ওসি (তদন্ত) মিজানুর রহমানসহ উপ পরিদর্শকবৃন্দ।